Home বিনোদন রকস্টার ছবির শুটিং শেষ করলেন ফারিয়া

রকস্টার ছবির শুটিং শেষ করলেন ফারিয়া

SHARE

ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার অভিনীত নতুন সিনেমা রকস্টার সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার যশ।

নুসরাত ফারিয়া জাগো নিউজকে বলেন ‘রকস্টার সিনেমাটির শুটিং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। একটা ভালো কাজ শেষ করালাম। আমার সঙ্গে যশ ভালো অভিনয় করছে, যা আমি চিন্তাও করতে পারিনি। এরকম একটা কাজ করতে পারবো যশের সঙ্গে। সিনেমাটির শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হয়েছিল।

রকস্টার সিনেমাটি পরিচালনা করছেন বাজি, এসওএস কলকাতা, প্যানথার খ্যাত পরিচালক আংশুমান প্রত্যুষ। সিনেমাটির প্রযোজনায় যুক্ত আছে বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড।

নুসরাত ফারিয়া সম্প্রতি কাজ করেছেন পর্দার আড়ালে নামের ওয়েব ফিল্মে। এবার ঈদে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তির কথা রয়েছে।