Home বিনোদন বাস্তব জুটি রাজ-পরীর সিনেমা আসছে ১১ মার্চ

বাস্তব জুটি রাজ-পরীর সিনেমা আসছে ১১ মার্চ

SHARE

মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুণিন’। আগামী ১১ মার্চ সারাদেশের সব সিনেকপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আগামী ১১ মার্চ সারাদেশে সিনেকপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হবে ‘গুণিন’ সিনেমা। এরপর ধীরে ধীরে যেসব সিনেমা হল ভালো সেই সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। আমাকে এইটা জানানো হয়েছে ‘গুণিন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

গুণিন সিনেমা নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ সিনেমা নির্মাণ করেছি। সিনেমাটির গল্প অসাধারণ। আমি আর কোনো কিছু বলতে চাইছি না। আশা করছি দর্শক সিনেকপ্লেক্সগুলোতে গিয়ে নতুন একটা গল্প দেখতে পাবেন।

‘গুণিন’ সিনেমায় চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ ছাড়াও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।