Home বিনোদন গ্রেপ্তার হতে পারেন সোনাক্ষী

গ্রেপ্তার হতে পারেন সোনাক্ষী

SHARE

বড়সড় আইনি বিপাকে জড়ালেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার বিরুদ্ধে জারি করা হয়েছে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জানা যায়, দিল্লিতে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ৩৭ লাখ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে যাননি তিনি। ইভেন্ট প্ল্যানার প্রোমোদ শর্মা এই অভিযোগ এনেছেন।

জানা গেছে, ৩৭ লাখ টাকা নিয়েও সেই অনুষ্ঠানে তিনি হাজির না হলে অভিনেত্রীর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়। তবে সেই টাকা ফিরিয়ে দিতে অস্বীকার করে সোনাক্ষীর ম্যানেজার। একাধিকবার অভিনেত্রীর সাথে যোগাযোগ করেও কোনও লাভ না হলে থানায় প্রতারণার অভিযোগ জানানো হয়।

সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, সোনাক্ষী এরই মধ্যে নিজের বয়ান দিতে হাজির হয়েছেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে।