Home বিনোদন ভাইরাল রাশমিকা ও বরুণের না

ভাইরাল রাশমিকা ও বরুণের না

SHARE

দক্ষিণী সুপারহিট অভিনেত্রী রাশমিকা মান্দানা। যিনি আল্লু অর্জনের বিপরীতে ‘পুষ্পা’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।

এবার তাকে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা গেছে।

তবে সিনেমার জন্য নয়, তারা কাজ করছেন একটি বিজ্ঞাপনে। তারই শুটিংয়ের জন্য দুজনকে একসঙ্গে দেখা গেল। শুটিংয়ের ফাঁকে দুজনে অংশ নেন নাচে। এক সমুদ্রপাড়ে তাদের নাচ ভাইরাল হয়েছে।

গতকাল ( ১০ মার্চ) তারা দুজনই তাদের সোশ্যাল মিডিয়ায় বিজয় এবং পূজা হেগড়ে-এর আসন্ন সিনেমা ‘বিস্ট’ -এর একটি গান ‘আরবি কুথু’র সঙ্গে নেচেছেন। ভিডিওতে তাদের খুনসুটিও করতে দেখা গেছে।

মজার ভিডিওটি শেয়ার দিতেই ভাইরাল নেট দুনিয়ায়। তাদের ভক্তরাও যেন খুবই মজা পেয়েছেন এমন নাচে।

এদিকে রাশমিকাকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দেখা যাবে ‘গুডবাই’ ছবিতে। অন্যদিকে বরুণ ধাওয়ানকে দেখা যাবে ‘যুগ যুগ জিও’ এবং ‘ভেদিয়া’ ছবিতে ।