Home জাতীয় করোনা নিয়ন্ত্রণে বলেই দেশের অর্থনীতি ভালো : স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণে বলেই দেশের অর্থনীতি ভালো : স্বাস্থ্যমন্ত্রী

SHARE

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেলথ দিবসে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতি ভালো আছে। বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে খুবই সফলতা দেখিয়েছে। দেশের প্রবৃদ্ধির হারও এখন অনেক ভালো।

তিনি বলেন, করোনা পরীক্ষায় প্রথম দিকে একটিমাত্র ল্যাব ছিল, সাড়ে ৮০০ ল্যাব এখন হয়েছে। করোন নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে টিকা, ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণে দেশে ২২ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, টিকার বিশেষ ক্যাম্পেইন চলমান রয়েছে। যারা টিকার বিরোধিতা করেছিলেন, তারাও টিকা নিয়েছেন। এই মাসের মধ্যে ২৫ কোটি ডোজ টিকা দেয়া হয়ে যাবে। চলতি মাসে চলমান বিশেষ ক্যাম্পেইনে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।

দাঁতের চিকিৎসায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের তুলনায় এখন ডেন্টাল চিকিৎসার প্রসার বেড়েছে। সরকারি কলেজে ১ হাজার ২০০ ডেন্টাল কলেজে সিট বাড়ানো হয়েছে। প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে, ডেন্টাল ইউনিভার্সিটি করতে চেষ্টা করব। আধুনিক ডেন্টাল ইন্সটিটিউট করার উদ্যোগ নেব।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবে মিল্লাতসহ, ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক আবুল কাসেম প্রমুখ।