Home আন্তর্জাতিক ন্যাটো আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ : বাইডেন

ন্যাটো আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ : বাইডেন

SHARE

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে তার যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো এর জবাব দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের পরে বাইডেন বলেন, ‘পুতিন এটি ব্যবহার করলে আমরা প্রতিক্রিয়া জানাব। প্রতিক্রিয়ার ধরন নির্ভর করবে, তিনি কী ধরনের অস্ত্র ব্যবহার করবেন তার উপর।’

তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার যুদ্ধ ঘোষণা করে পশ্চিমা বিশ্বকে বিভক্ত করতে ব্যর্থ হয়েছেন।’

ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, ‘ন্যাটো আজ যতটা ঐক্যবদ্ধ রয়েছে। এর আগে কখনো তাদের মধ্যে এতটা ঐক্য হতে দেখা যায়নি। এ ক্ষেত্রে অভিপ্রেত লক্ষ্য অর্জনে ইউক্রেনে যাওয়ার পরিণতি হিসেবে পুতিন যথাযথ পাল্টা জবাব পাচ্ছেন।’

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন প্রশ্নে প্রধান অর্থনৈতিক গ্রুপ জি-২০ থেকে মস্কোকে বাদ দেয়ার প্রতি সমর্থন জানিয়েছেন বাইডেন।

ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের পর বাইডেন বলেন, ‘আমি মনে করি এ ক্ষেত্রে ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ সম্মত না হলে এটা করা সম্ভব হবে না।’
খবর এএফপি