দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রাশ্মিকা মান্দানা। পুষ্পা মুক্তির পর সেই জনপ্রিয়তা আরও তুঙ্গে।
দক্ষিণী এই তারকা এবার জুটি বাঁধছেন বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে।
ক্রাইম ড্রামা অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করবেন তিনি। সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ এক টুইটে বিষয়টি জানিয়েছেন।
কবির সিং ও অর্জুন রেড্ডি খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালনা করবেন এই সিনেমাটি। আর এই গ্রীষ্মেই শুরু হবে শুটিং।
অ্যানিমাল সিনেমায় রাশ্মিকা-রণবীর ছাড়াও থাকবেন অনিল কাপুর এবং ববি দেওল। ২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এই সিনেমার।
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুরুতে অ্যানিমাল-এ পরিণীতি চোপড়ার অভিনয় করার কথা থাকলেও শিডিউলের সমস্যা থাকায় সিনেমা থেকে বেরিয়ে আসতে হয় তাকে।
বলিউডে রাশ্মিকা অভিষেক করতে চলেছেন মিশন মঞ্জু সিনেমার মধ্য দিয়ে। এই সিনেমায় রাশ্মিকার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা।
১৯৭০ সালে ভারত-পাকিস্তানের মধ্যকার এক গোপন অপারেশনের গল্প নিয়ে সিনেমা মিশন মজনু।
এ ছাড়া বলিউডের কুইন সিনেমার খ্যাতিমান পরিচালক বিকাশ বহেলের আসন্ন সিনেমাগুডবাইতেও রাশ্মিকাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে।