Home বিনোদন সোনম কাপুরের বাড়িতে চুরি

সোনম কাপুরের বাড়িতে চুরি

SHARE

চুরি হয়েছে সোনম কাপুর ও আনন্দ আহুজার দিল্লির বাড়িতে। ১.৪১ কোটি রুপির নগদ ও গয়না চুরির খবর প্রকাশ্যে এসেছে। সোনম কাপুরের শাশুড়ি তুঘলক রোড থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেছেন।

যেই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেখানে বাড়িতে আনন্দের মা, বাবা ও ঠাকুমা থাকেন। চুরি কবে হয়েছে, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে ১১ ফেব্রুয়ারি ঘটেছে এ ঘটনা। বর্তমানে তদন্ত চলছে এ ঘটনার। বাড়ির ৯ জন গার্ড, গাড়িচালক, মালি ও ২৫ জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ। তবে, এখনো দোষীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হাই প্রোফাইল ব্যক্তিদের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকে। তার মধ্যেও কীভাবে চুরি হল তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন বাড়ির ভেতরের কোনো ব্যক্তির সহায়তায় এ ঘটনা ঘটানো হয়েছে।

নিজেদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন সোনম ও আনন্দ। বর্তমানে সোনম ও আনন্দ মুম্বাইতে অনিল কাপুরের বাড়িতে আছেন।