Home রাজনীতি আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: নাছিম

আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই: নাছিম

SHARE

আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

তিনি বলেন, কেউ দুর্নীতি করে আওয়ামী লীগে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।

শনিবার (১৬ এপ্রিল) ভোলার বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, বিএনপি জনগণকে ভয় পায়। তাই তারা নির্বাচনে আসতে চায় না।

এর আগে অনুষ্ঠানে টেলি কনফান্সে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজমসহ প্রমুখ।