Home বিনোদন মুম্বাইয়ে উইল স্মিথ

মুম্বাইয়ে উইল স্মিথ

SHARE

স্থানীয় সময় শনিবার মুম্বাই বিমানবন্দর থেকে হঠাৎ অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথকে বেরোতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। এসময় স্মিথও মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বললেন। স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল।

ভারতে এই প্রথম নয়, আগেও এসেছেন ‘কিং রিচার্ড’। ২০১৯ সালে ‘দ্য বাকেট লিস্ট’ ছবির শ্যুটিংয়ে বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর একটা দৃশ্যেও শ্যুট করে গিয়েছিলেন উইল স্মিথ। হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন।

তারপর আবার তাকে দেশের মাটিতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। তবে আবার কোনো নতুন ছবির কাজে এসেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

২০২২ অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মেরে বিতর্কে জড়িয়ে পড়েছেন স্মিথ। আগামী ১০ বছর তিনি অস্কার থেকে বঞ্চিত থাকবেন, এমনটাই শাস্তি জারি হয়েছে।

উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথায় কম চুল নিয়ে মজা করেছিলেন ক্রিস রক। অস্কার মঞ্চে উঠে কৌতুকশিল্পী-সঞ্চালককে সপাটে চড় মারেন স্মিথ।