Home আন্তর্জাতিক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন বিলওয়াল ভুট্টো

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন বিলওয়াল ভুট্টো

SHARE

পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

এর আগে তাকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ পড়ান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। আইওয়ান-ই-সদরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

৩৩ বছর বয়সি বিলওয়াল ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হন ২০১৮ সালে। প্রথমবারের মতো তিনি মন্ত্রিসভায়র সদস্য হিসেবে দায়িত্ব পেলেন।

শপথ নেওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইট করে জানান, বিলওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন।

বিলওয়ালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হীনা রাব্বানি খার ও পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদ। এ সময় তিনি মন্ত্রণালয়ের জেষ্ঠ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিলওয়ালকে অভিনন্দন জানিয়েছেন তার বোন বাখতোয়ার ভুট্টো-জারদারি।

এর আগে পিপিপির বহু নেতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছিলেন বিলওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।