Home জাতীয় ‘লাইসেন্সের কাগজ না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে’

‘লাইসেন্সের কাগজ না থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে’

SHARE

ট্রেড লাইসেন্সের কাগজ দোকানে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (১০) সকালে লালবাগের শহীদ নগর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র (কমিউনিটি সেন্টার) পরিদর্শনে এসে সেখানকার দোকানগুলোতে ট্রেড লাইসেন্স আছে কি না, খোঁজ নেন এবং এ নির্দেশ দেন তিনি।

মেয়র দোকানমালিকদের বলেন, ট্রেড লাইসেন্স দোকানে ঝুলিয়ে রাখতে হবে। কারোর দোকানে লাইসেন্সের কাগজ না থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।

এ সময় এক দোকানির কাছে ট্রেড লাইসেন্স চাইলে তিনি ভেতর থেকে তা বের করে দেন। এ সময় মেয়র বলেন, এটা লেমিনেটিং করে ঝুলিয়ে রাখবেন। তাহলে কেউ এসে জিজ্ঞেস করবে না। মেয়র এসেও দেখতে চাইবেন না।