Home আন্তর্জাতিক অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি কোম্পানি আরামকো

অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি কোম্পানি আরামকো

SHARE

সবচেয়ে দামি কোম্পানির তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল শীর্ষস্থান হারিয়েছে। সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি আরামকো দুই বছর পর শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।

বুধবারও অ্যাপলের শেয়ারমূল্য কমেছে। শেয়ারবাজারে এর মূল্য দাঁড়িয়েছে ২.৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে আরামকোর বাজারমূল্য এখন ২.৪২ ট্রিলিয়ন ডলার।

এ বছর অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ায় আরামকো কোম্পানির শেয়ারমূল্যও বেড়েছে। এদিকে প্রযুক্তি পণ্যের বিক্রি কমে যাওয়ায় এ বছর অ্যাপলের শেয়ারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে।
খবর বিবিসি