Home জাতীয় রোহিঙ্গাদের ফেরাতে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

SHARE

মিয়ানমারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ভালো। তাই রোহিঙ্গাদের ফেরাতে সিউলের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার সকালে কোরিয়া-বাংলাদেশ ৫০ বছরের সম্পর্ক উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সময় মতো কাজ শেষ হয় না বলে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়ন ব্যয় বেড়ে যায়।

নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য কোরিয়ার সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

একই অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত লি ঝ্যাং কিউন বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশ কোরিয়া সম্পর্কে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ বেশি তৈরি করেছে।