Home খেলা চট্টগ্রাম টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

SHARE

সাদা পোশাকের ক্রিকেটে সময়টা মোটেও ভাল যাচ্ছে বাংলাদেশ দলের। যে কারণে সমালোচনার মুখে পড়েছেন মুমিনুল হক-মুশফিকুর রহিমরা। তবে ঘরের মাঠে এবার দলটি পাঁচ দিনের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায়। এজন্য রোববার সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। তার আগে হয়ে গেছে টস। তবে টস ভাগ্য কথা বলেনি মুমিনুলদের হয়ে। এ সুযোগে শ্রীলঙ্কা আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে টাইগারদের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই ব্যাটারদের হয়ে কথা বলে। এবারও তাই হবে। ব্যাপারটি আগেই অনুমান করেছে দুই দল। যে কারণে রোববার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। তবে টাইগারদের হতাশ হওয়ার কিছু নেই। কেননা নিজেদের চেনা মাঠ। তাই ভাল কিছু আশা করতে পারে তারা। তবে ঘরের মাঠে ২৭ মাস টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। হোম ভেন্যুতে এই ফরম্যাটে সবশেষ জয়টি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, ঢাকায়। তাই আজ মুমিনুলদের জন্য অন্যরকম এক চ্যালেঞ্জও।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল পেয়েছে সাকিব আল হাসানকে। যে কারণে ঘরের মাঠে জয় পেতে দারুণ আত্মাবিশ্বাসী স্বাগতিকরা। শনিবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হকের কথাতেই ব্যাপারটি বেশ ফুঁটে উঠেছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। ২২ টেস্টের মধ্যে টাইগাররা জিতেছে মাত্র ১টিতে, ২০১৭ সালে কলম্বোয়। দেশের মাঠে ৮ টেস্ট খেলে জয় নেই একটিও। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই পয়েন্ট আদায় করতে পেরেছিল বাংলাদেশ, একটি ম্যাচ ড্র করে। এবার মুমিনুলের চাওয়া, আরেক ধাপ এগিয়ে জয়ের আনন্দে অবগাহন করা।