Home জাতীয় শনিবার ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

শনিবার ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

SHARE

গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল শনিবার রাজধানীর বেশকিছু এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ শুক্রবার রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মিরপুর ১, ২, ৬, ৭, ১০, ১১, ১২, ১৩ ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর ডিওএইচএস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সরবরাহ বন্ধ থাকায় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।