‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের মধ্য দিয়ে দুনিয়া মাতিয়েছে। এর নির্মাতা প্রশান্ত নীল। তিনি বর্তমানে ভারতের সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের একজন হিসেবে সমাদৃত। তার সিনেমা নিয়ে সবার আগ্রহ থাকে তুঙ্গে।
পরপর দুটি সিক্যুয়েলই তার হিট করেছে। শুধু হিট বললে কম বলা হয়, ভারতীয় সিনেমায় অনেক সাফল্যের ইতিহাস নতুন করে লিখিয়েছেন প্রশান্ত।
জনপ্রিয় এই পরিচালক এবার নতুন সিনেমা নিয়ে মিশনে নামছেন। এযাত্রা তার নায়ক ‘আরআরআর’র তারকা জুনিয়র এনটিআর।
জুনিয়র এনটিআরের জন্মদিনে ‘এনটিআর ৩১’ নামে সিনেমার নাম ঘোষণা করা হয়। তার প্রথম লুকও প্রকাশ করা হয় অফিসিয়ালি। পরিচালক এবং নায়ক দুজনই সেই পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই পোস্টারে দাড়ি এবং গোঁফসহ একটি ক্লোজ-আপ শটে তীব্র চেহারার জুনিয়র এনটিআরকে দেখা যাচ্ছে।
টুইটারে প্রথম লুক শেয়ার করে পরিচালক প্রশান্ত নীল লিখেছেন, ‘তার মাটি, তার রাজত্ব, কিন্তু অবশ্যই তার রক্ত নয়।’
জানা গেছে, ‘এনটিআর ৩১’ চলচ্চিত্রটির অস্থায়ী নাম। এর শুটিং আগামী বছরের এপ্রিল থেকে শুরু হবে।
প্রশান্ত নীল বর্তমানে প্রভাসের সঙ্গে তার আসন্ন সিনেমা ‘সালার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাইপলাইনে তার ‘কেজিএফ থ্রি’-ও রয়েছে।