Home অর্থ-বাণিজ্য শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

শাহজালালে ৮ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক

SHARE

ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ বিমানের এক কর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল তাকে আটক করে। আটক মো. আব্দুল আজিজ আকন্দ বিমানের ক্যাটারিং সার্ভিসে কাজ করেন।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার মো. সানোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল আজিজ আকন্দের শার্ট, প্যান্টসহ শরীরের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

তিনি জানান, দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে স্বর্ণগুলো বাংলাদেশে আসে। আব্দুল আজিজের মাধ্যমে স্বর্ণগুলো পাচার হওয়ার কথা ছিল। তার বিরুদ্ধে মামলা হবে