Home খেলা ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক

SHARE

ফরাসি ওপেনে আরেকটি দাপুটে জয় পেয়েছেন দানিল মেদভেদেভ ও ইগা শিয়াওতেক। এ জয়ের মধ্যে দিয়ে দুইজনই তৃতীয় রাউন্ডে উঠেছেন।

বৃহস্পতিবার রোলাঁ গাঁরোয় দ্বিতীয় রাউন্ডের খেলায় পুরুষ এককে সার্বিয়ার লাসলো জেরেকে ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে হারান মেদভেদেভ। পরের ধাপে আরেক সার্বিয়ান তারকা মিওমির কেচমানোভিচের মোকাবেলা করতে হবে তাকে।

অপরদিকে একই দিন মেয়েদের এককে ৬১ মিনিটেই সহজ জয় পেয়ে যান শিয়াওতেক। যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কেকে ৬-০, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে যান পোল্যান্ডের এই টেনিস তারকা।

এদিকে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন সিমোনা হালেপ ও কারোলিনা প্লিসকোভা।

চীনের ১৯ বছর বয়সী ঝেং কিনওয়েনের কাছে ২-৬, ৬-২, ৬-১ রানে হারেন ২০১৮ সালের শিরোপা জয়ী হালেপ। অপরদিকে ফ্রান্সের লেওলিয়া জঁজঁয়ের কাছে ৬-২, ৬-২ গেমে হারেন প্লিসকোভা।