Home অন্যান্য আরও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

আরও এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

SHARE

অভিনেত্রী পল্লবী দে, মডেল–অভিনেত্রী বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধারে ঘটনার রেশ কাটতে না কাটতেই টালিউডের আরেক ছোট পর্দার অভিনেত্রী, মডেল মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দক্ষিণ কলকাতার কসবার নিজ বাভবন থেকে ওই অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়।

তার পরিবার সূত্রের খবর, বিদিশা তার খুবই কাছের বন্ধু। বন্ধুর অকালে চলে যাওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না মঞ্জুষা।

মৃত মঞ্জুষার মা জানিয়েছেন, বৃহস্পতিবার সারাদিন নাকি বিদিশার কথাই বলছিল মঞ্জুষা। সেও বিদিশার মতো পদক্ষেপ নেবে, মনের দুঃখে এই কথাও জানিয়েছিলেন। তবে আসল কারণ কী? বন্ধুর মৃত্যু দেখামাত্রই কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রহস্যজনক মৃত্যুর সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে তাহলে কী কর্মজীবনে অশান্তি এবং সেই থেকেই অবসাদ? বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় একটি চ্যানেলের সিরিয়ালে কাজ করতেন মঞ্জুষা। ফটোশুটেরও নিয়মিত কাজ করছিলেন। বিভিন্ন বুটিক হাউজের মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিতি লাভ করেছিলেন।

এদিকে, পল্লবী, বিদিশা, মঞ্জুষাকে নিয়ে পরপর তিনজন অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে কলকাতায়।

এসব মৃত্যুর কারণ সিরিয়াসভাবেই খতিয়ে দেখছে পুলিশ।