Home বিনোদন আসছে ‘কেজিএফ ৩’, থাকছেন হৃতিক রোশন!

আসছে ‘কেজিএফ ৩’, থাকছেন হৃতিক রোশন!

SHARE

প্রশান্ত নীলের বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ ২’। সিনেমাটি ‘কেজিএফ’র সিকুয়্যাল। ১৪ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। এরপর বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। রকি ভাইয়ের চরিত্রে যশ তার ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন।

গুনঞ্জ শোনা যাচ্ছে আসবে ‘কেজিএফ ৩’। আর এতে থাকবেন বলিউডের সুপারস্টার অভিনেতা হৃতিক রোশন।

ভারতীয় গণমাধ্যম কইমইডটকম বলছে, ‘কেজিএফ’ প্রোডাকশন হাউজ হাম্বলে ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা বিজয় কিরাগান্দুর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে আসতে চান। আর সেখানে হৃতিক রোশন রাখার কথা ভাবা হচ্ছে। ছবিটির দর্শককে স্পেশাল উপহার দিতেই প্রিয় এই তারকার কথা ভাবছেন তিনি।

এ প্রযোজকের বরাতে বলা হয়েছে, ‘কেজিএফ ৩’ এ বছর হবে না। কিছু পরিকল্পনা আছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে পরিচালক প্রশান্ত নীল এই মুহুর্তে ‘সালার’ নিয়ে ব্যস্ত থাকায় আপাতত কিছু হচ্ছে না। তবে তারা অনেক চমক নিয়ে হাজির হবে।

‘কেজিএফ ২’- তে যশ ছাড়াও বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন এবং শ্রীনিধি শেঠি ছিলেন। প্রশান্ত নীল সিনেমাটি লিখেছেন এবং পরিচালনা করেছেন।