প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন, তথ্যের অধিকার হল বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বিবেকের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। যেটা আমাদের সংবিধানে রয়েছে। যে কোনো অধিকার জনগণের সেটা বাস্তবায়নে প্রি কন্ডেশন হল তথ্য অধিকার। খালি মুখে মুখে জনগণ সকল ক্ষমতার উৎস, আমরা সব জনগণের স্তরে আছি এ কথা বললে চলবে না। প্রতিটি জায়গাই থেকে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতি যাতে না হয় সে জন্য স্বচ্ছ থাকতে হবে।
গতকাল মঙ্গলবার (৩১ মে) দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে, জেলা প্রশাসন ও তথ্য অফিসের অয়োজনে, তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, প্রতিটা অফিসকে বলছি আপনারা জনগণের তথ্য চাওয়ার অপেক্ষায় থাকবে না। আপনার প্রতিটি কাজের তথ্য নিজ ইচ্ছায় জনগণের কাছে দিয়ে দিবেন। যেমন কি কি কাজ এবার করা হবে এবং অন্য গুলো কোন পর্যায় আছে। সব কাজের তথ্য জনগণকে দিয়ে দিবেন। জনগণ তথ্য জানা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ, দুর্নীতি রোধ করার জন্য গুরুত্বপূর্ণ, জনগণকে ক্ষমাতায়ন করা জন্য গুরুত্বপূর্ণ। পুর্ণাঙ্গ এসডিজিতে যেতে হলে কাউকে কোন অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য সচিব জি, এম, আব্দুল কাদের, তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও পৌর মেয়র মো. রমজান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা।