Home আন্তর্জাতিক ফের যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১

ফের যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা, নিহত ১

SHARE

আবারও যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এমনটি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল। সেখানে মরিস জেফ হাইস্কুলের স্নাতকেরা উপস্থিত ছিলেন।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেছেন, ভুক্তভোগী তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।