Home আন্তর্জাতিক ভারী বৃষ্টিতে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

ভারী বৃষ্টিতে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

SHARE

গত কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে নিখোঁজ এই ১৬ জনের মধ্যে ১৪ জন মাটিচাপা পড়েছে এবং বাকি দুজন পানির স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

টানা বৃষ্ট ও ভূমিধসে এই রাজ্যের ছয় হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরী অবস্থা চলছে পাশের অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও। সেখানেও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সপ্তাহে শুরু হওয়া এই বৃষ্টিপাত সপ্তাহ শেষে ভারী বর্ষণে রূপ নেয়।
খবর আল জাজিরা