Home আন্তর্জাতিক পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনি নিহত

SHARE

অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেথেলহামের বাইরে ধাইশাহ শরণার্থী শিবিরে এ সংঘর্ষ হয়। নিহত ফিলিস্তিনি নাগরিকের নাম আইমান মুহাইসেন। তার বয়স ২৯ বছর।

সেখানে এ সংঘর্ষের ব্যাপারে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
খবর এএফপি