টিভি নাটক ও বিজ্ঞাপনের প্রশংসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন এই প্রথম সিনেমা বানিয়েছেন। নাম ‘হাওয়া’।
২০১৯ সালের শেষের দিকে কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় টানা ৪০ দিন শুটিং হয়েছে। এরপর দীর্ঘ অপেক্ষা।
গতকাল সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।
সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। শিগগিরই জানানো হবে ‘হাওয়া’ মুক্তির দিনক্ষণ।