Home খেলা বেলজিয়ামের পরবর্তী দুই ম্যাচে থাকছেন না লুকাকু

বেলজিয়ামের পরবর্তী দুই ম্যাচে থাকছেন না লুকাকু

SHARE

নেশন্স লিগে বেলজিয়ামের আগামী দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। নেদারল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের প্রথম ম্যাচে খেলতে নেমে লুকাকু ইনজুরিতে পড়েন। কোচ রবার্তো মানচিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনজুরির কারণে পোল্যান্ডের বিপক্ষে বুধবার ও শনিবার ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দুটিতে খেলতে পারছেন না লুকাকু। গত সপ্তাহে ব্রাসেলসে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে ৪-১ গোলে হতাশাজনক পরাজয় দিয়ে নেশন্স লিগের মিশন শুরু করেছে বেলজিয়াম।

মার্টিনেজ অবশ্য জানিয়েছেন চেলসি ফরোয়ার্ডের ইনজুরি প্রাথমিকভাবে যতটা গুরুতর মনে হয়েছিল আসলে তা নয়। কিন্তু তারপরও সতর্কতার কারণে পোল্যান্ড ও ওয়েলসের বিপক্ষে লুকাকুকে বিশ্রাম দেয়া হয়েছে।