Home জেলা সংবাদ সমুদ্রে ইলিশ আহরণের অপরাধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সমুদ্রে ইলিশ আহরণের অপরাধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

SHARE

পিরোজপুরের বাদুরা মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান চালিয়ে সমুদ্র থেকে ৮০০ কেজি ইলিশ মাছ আহরণ করার অপরাধে ট্রলার মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর বারী এবং সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে রবিবার দিবাগত রাত ২টায় এই অভিযান পরিচালিত হয়।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, ৬৫ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকাবস্থায় এমভি জান্নাতী ট্রলারের মালিক ও জেলেরা সাগর থেকে ইলিশ আহরণ করে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।