Home খেলা উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার রাত ৮টায় ম্যাচটি শুরু হয়।

টেস্টে মর্যাদা পাওয়ার ২২ বছর হতে আর মাত্র ৫ মাস বাকি। লম্বা সময় ধরে খেলেও সাদা পোশাকের ক্রিকেটটা সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ। টেস্টে ভালো খেলার যোগ্যতা প্রমাণের এখই সুযোগ বলছেন সাকিব আল হাসান।

ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান বলেছেন, টেস্টে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলিনি। এখন সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার। আমরা আসলেই ভালো করতে পারি। এখান থেকে সামনে যেতে পারি। এ ম্যাচে ভালো করতে পারলে সিরিজের জন্য ভালো শুরু হবে।