Home জাতীয় সেবা দিতে না পারলে বিনয়ের সঙ্গে বলুন : শিক্ষা উপমন্ত্রী

সেবা দিতে না পারলে বিনয়ের সঙ্গে বলুন : শিক্ষা উপমন্ত্রী

SHARE

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেবা গ্রহীতার সেবা নিশ্চিত করতে হবে। কোনো সেবা গ্রহীতাকে সময়মতো কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলেও না পারার কারণ বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে হবে।

সোমবার (২৭ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসংস্থান চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা দক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের চাহিদা পূরণের সক্ষমতা সৃষ্টি না হলে কেবল আধুনিক বড় বড় স্থাপনা তৈরি করে কোনো লাভ হবে না। এজন্য তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনের সাথে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভাগ ও দপ্তর পর্যায়ের চারজন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।