Home জাতীয় পদ্মা সেতুর মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি: পররাষ্ট্রমন্ত্রী

পদ্মা সেতুর মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি: পররাষ্ট্রমন্ত্রী

SHARE

পদ্মা সেতু তৈরির মাধ্যমে আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি। বিদেশিরা অনেক সময় নিজেদের স্বার্থে ফন্দি ফিকির করেন। তারা নিষেধাজ্ঞা দেন। এজন্য তাদের কথায় কখনও লাফানো উচিত নয়।

আজ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী এক আলোচনা সভায় এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ওই সময় কোনো কোনো বিদেশি সংস্থার লোকজন পদ্মা সেতু আদৌও হবে কিনা সন্দেহ প্রকাশ করেছিলেন। আর তাদের কথায় দেশের কিছু লোকও লাফালাফি করেছিলেন। কিন্তু এখন আমরা প্রমাণ করেছি, আমরা চাইলেই পারি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু বাংলাদেশের গৌরব, আমাদের আত্মপরিচয়, আত্মবিশ্বাস। এই সেতু তৈরির সময় মিথ্যা অপবাদ দিয়ে হেয় করার চেষ্টা করা হয়েছিল। শেষে প্রমাণ হলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই সঠিক। শুধু তাই নয়, এই সেতু করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই কথা আবারও প্রমাণিত হয়েছে- ‘আমাদের কেউ দাবায়ে রাখতে পারবা না’।