Home খেলা ম্যাথুজ করোনায় আক্রান্ত, ছিটকে গেলেন গল টেস্ট থেকে

ম্যাথুজ করোনায় আক্রান্ত, ছিটকে গেলেন গল টেস্ট থেকে

44
0
SHARE

বৃহস্পতিবার খেলোয়াড়দের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার সময় করোনা পজিটিভ হন অ্যাঞ্জোলো ম্যাথুজ। যে কারণে এ তারকা অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে ছিটকে গেলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওশাডা ফার্নান্ডো।

শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতি দিয়ে জানায়, ‘অ্যাঞ্জেলো ম্যাথুজ কোভিড পজিটিভ হয়েছেন। গতকাল খেলোয়াড়দের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করার সময় তিনি পজিটিভ হন। পরীক্ষা শেষে তিনি অসুস্থবোধ করছিলেন। করোনা প্রটোকল অনুযায়ী পরে দলের বাকি সদস্যদের কাছ থেকে তাকে আইসোলেটেড করা হয়।’

অস্ট্রেলিয়ার চেয়ে এখন ১০০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ঠিক সে সময় ম্যাথুজের মতো অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে হারানো বড় ধাক্কা। প্রথম ইনিংসে ম্যাথুজ ৩৯ রানের দ্বিতীয় সেরা ইনিংস খেলেন।

শ্রীলঙ্কার ২১২ রানের জবাবে ৩২১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সফরকারীদের লিড ১০৯ রানের।