Home জাতীয় আবেকে শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেন মোমেন

আবেকে শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করলেন মোমেন

SHARE

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জাপানের নিহত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় জাপানী দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

শোক বইয়ে স্বাক্ষরের পর ঢাকা ও টোকিওর সমন্বিত সম্পর্ক উন্নয়নে আবের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে মোমেন সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ঘটনায় গভীরভাবে শোকাভিভূত।’

জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও ঢাকায় আবের ফিরতি সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবের নেতৃত্বে জাপান বাংলাদেশে মেগা প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসে। তিনি বলেন, ‘আমরা শিনজো আবের সাথে একটি অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছিলাম।’

শনিবার বাংলাদেশের প্রকৃত বন্ধু ও জাপানের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে রাষ্ট্রীয় শোক পালন করে। শুক্রবার এক জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।