Home খেলা জুনের সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো

জুনের সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো

SHARE

প্রথমবারের মতো জুনের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। এক্ষেত্রে ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে পেছনে ফেলেছেন তিনি।

জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি ভক্তদের ধন্যবাদ জানাতে চাই আমাকে আইসিসির মাসসেরা খেলোয়াড় হিসেবে ভোট দেওয়ার জন্য। ইংল্যান্ডের জন্য এটি অসাধারণ পাঁচটি সপ্তাহ। নিউজিল্যান্ড ও ভারতের মতো উচ্চ দলের বিপক্ষে চারটি অসাধারণ জয়ে আমাদের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হয়েছে। আমরা দল হিসেবে আমাদের খেলাটাকে উপভোগ করছি। খবর জি নিউজের।