Home বিনোদন ললিত মোদির সঙ্গে প্রেমে মগ্ন সুস্মিতা

ললিত মোদির সঙ্গে প্রেমে মগ্ন সুস্মিতা

SHARE

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন আর সিঙ্গেল নন! ৪০-এর কোটা পেরিয়ে এবার তিনি প্রেমে মগ্ন! নিজে সে খবরটি জানাননি, তবে গোপন কথাটিও রইলো না আর গোপন!

বৃহস্পতিবার রাতে টুইটারে আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি সুস্মিতার সঙ্গে কতগুলো ছবি শেয়ার করে জানিয়ে দেন, তিনি সম্পর্কে আছেন সুস্মিতা সেনের সঙ্গে!

ছবিগুলো অন্তরঙ্গ, ফলে গুঞ্জনেরও সুযোগ নেই। যা প্রকাশ্যে আসতেই রীতিমত ভারতজুড়ে হইচই। চমকে উঠেছেন সুস্মিতা ভক্তরাও! একই অবস্থা নাকি সুস্মিতার ভাই রাজীবেরও। তিনি জানালেন, এই খবর তাকেও অবাক করেছে।

ললিত জীবনের নতুন শুরু নিয়ে পোস্ট করেন এবং সেখানে সুস্মিতার সঙ্গে কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। প্রথমে অভিনেত্রীকে নিজের ‘বেটার হাফ’ বলে উল্লেখ করলেও পরে জানিয়ে দেন বিয়ে করেননি, ডেট করছেন। তবে বিয়েটাও করবেন শিগগির।

গত বছরের শেষেই পুরনো প্রেমিক রোমান শলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সুস্মিতা সেনের। আর ললিতের প্রথম স্ত্রী ছিলেন মিনাল সাগরানি। ১৯৯১ সালে বিয়ে করেন। দুই সন্তান হয়। ২০১৮ সালে ক্যানসারে মারা যান মিনাল।