Home খেলা আইরিশদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

আইরিশদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ জয়

SHARE

ড্যান ক্লেভারের ঝড়ো ব্যাটিং আর মিচেল ব্রেসওয়েলের হ্যাটট্রিকে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপদের দেয়া ১৮০ রানের টার্গেটে ৯১ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ৩৫ রান করে ফিরলে ভাঙে ৪৪ রানের উদ্বোধনী জুটি। এরপর ব্যাটিং তান্ডব চালান ড্যান ক্লেভার। তার ৫৫ বলের ৭৮ রানের অপরাজিত ইনিংসে ১৭৯ রানের বড় সংগ্রহ পায় ব্লাক ক্যাপরা।

জবাবে মারকুটে শুরু করা পল স্টার্লিং ২১ রান করে ফিরলে চাপে পড়ে আয়ারল্যান্ড। দাঁড়াতে পারেনি অন্য ব্যাটসম্যানরা। নিজের প্রথম ওভারের তৃতীয় বলে ২৭ করা মার্ক আদাইরকে ফেরান ব্রেচওয়েল। এর পরের দুই বলে ম্যাকারর্থি আর ক্রেইগ ইয়ংকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই স্পিনার। সেই সাথে নিশ্চিত হয় নিউজিল্যান্ডের ৮৮ রানের বড় জয়।