Home আইন আদালত ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৭ কর্মকর্তাকে বদলি

ডিএমপির যুগ্ম কমিশনারসহ ৭ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনারসহ সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের আদেশে তিন যুগ্ম কমিশনারকে ও বৃহস্পতিবার (২১ জুলাই) পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার বদলির আদেশ পাওয়া তিন কর্মকর্তা হলেন যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে ডিএমপির ট্রান্সপোর্ট বিভাগে বদলির আদেশপ্রাপ্ত সঞ্জিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) সামিরা সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ) ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) হিসেবে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি লাইনওয়ারের সশস্ত্র পরিদর্শক মো. মীর কাশেমকে পিওএম-পশ্চিম বিভাগে, মো. ইসমাইল কবীর খাঁনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, মো. আবদুর রশিদকে পিওএম-পূর্ব বিভাগে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (অপারেশন) পীযুষ কুমার সরকারকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে।