Home জাতীয় ২০৩০ সালের মধ্যেই দেশ উচ্চমধ্যম আয়ে পরিণত হবে: তাজুল ইসলাম

২০৩০ সালের মধ্যেই দেশ উচ্চমধ্যম আয়ে পরিণত হবে: তাজুল ইসলাম

SHARE

২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঞ্চবার্ষিক কর্মপরিকল্পনার মাধ্যমে বর্তমানে নিম্নমধ্যম আয়ের তালিকায় আছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চমধ্যম আয়ের দেশে রূপান্তর করার লক্ষ্যে এগুচ্ছে সরকার। এর জন্য মাথাপিছু আয় লাগবে ৪ হাজার মার্কিন ডলার। আগামী ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়ন হবে।

রোববার (২৪ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ১১তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পর একটি জরাজীর্ণ রাষ্ট্রকে স্বল্প সময়ের মধ্যে সচ্ছল রাষ্ট্রে পরিণত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭০ সালের ৭ ডিসেম্বর নির্বাচনের পর বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারপর ১৯৭১ সালে যুদ্ধ হলো, দেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশে স্বাধীনতা এসেছে। তাহলে স্বাধীনতার ঘোষণা নিয়ে এত বিতর্ক কেন? এটা নিয়ে তো বিতর্ক থাকার কথা নয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি আতাবুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান।

এসময় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।