Home জাতীয় করোনায় পাবলিক হেলথের গুরুত্ব বেড়েছে: বিএসএমএমইউ উপাচার্য

করোনায় পাবলিক হেলথের গুরুত্ব বেড়েছে: বিএসএমএমইউ উপাচার্য

SHARE

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরত্ব বহুগুণ বেড়েছে।’

তিনি বলেন, ‘পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের গবেষণার ফলে স্বাস্থ্যখাতে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। দিন যত যাচ্ছে, আমাদের মতো দেশে পাবলিক হেলথ ইনফরমেটিকস বিভাগের গুরুত্ব বাড়ছে।’

রোববার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে আয়োজিত পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েনটেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, রোগ যত কম হবে, ‘দেশের মানুষ তত অর্থনৈতিকভাবে বেশি ভালো থাকবে। রোগ হলে কাজ বন্ধ থাকবে, উৎপাদনশীলতা কমে যাবে। এজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘এ কাজে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ অগ্রণী ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গবেষণার দিকে বিশেষ জোর দিয়েছেন। সেক্ষেত্রে জনস্বাস্থ্যবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

পরে নতুন ভর্তি হওয়া ১৬ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভাগের সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান নবীন শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় ও বিভাগ নিয়ে একটি প্রেজেন্টশনও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. বিজয় কুমার পাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন, সহযোগী অধ্যাপক ডা. খালেকুজ্জামান প্রমুখ।