Home বিনোদন আনিকার গানে মডেল বলিউডের নারগিস ফাখরি

আনিকার গানে মডেল বলিউডের নারগিস ফাখরি

SHARE

বাংলাদেশের তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসনিম আনিকার ‘পালাবি কোথায়’ গানের মডেল হয়ে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তাপস ও অ্যাপিরাস। গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ।

জানা গেছে, ভারতের মুম্বাইয়ে গানটির চিত্রধারণ হয়। আজ মঙ্গলবার (২৬ জুলাই) গানটির টিজার প্রকাশিত হয়েছে।

আনিকা বলেন, ‘এ গানটি আমার সংগীত ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রযোজনা। আজ স্বপ্নটাকে নিজের চোখের সামনে সত্য হতে দেখছি। তাপস ভাই এবং ভাবির কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমার ভেতর থেকে সত্যিকার আমাকে খুঁজে বের করে এনেছেন।’

‘গানটা সবার ভালো লাগবে, এমনটাই প্রত্যাশা করছি’, যোগ করেন আনিকা।

প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশা, নতুন গানে আনিকা ও নারগিস ফাখরির নতুন ধরনের রসায়ন শ্রোতাদের মাঝে আলোড়ন তুলবে।