Home খেলা ফিনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, কিউইদের সহজ জয়

ফিনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি, কিউইদের সহজ জয়

SHARE

ক্যারিয়ারে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেলেন ফিন অ্যালেন। নিউজিল্যান্ডও পেলো ২২৫ রানের পাহাড়সমান সংগ্রহ। এডিনবার্গে বুধবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্কটল্যান্ডকে ৬৮ রানে হারিয়েছে কিউইরা।

অ্যালেনের ৫৬ বলে ৮ চার আর ৬ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। সপ্তম ব্যাটার হিসেবে কিউইদের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ফিন অ্যালেন।

এছাড়া মার্টিন গাপটিল ৩১ বলে ৪০ আর শেষদিকে জেমস নিশাম ৯ বলেই খেলেন অপরাজিত ৩০ রানের ইনিংস। গাপটিল আবার তার ইনিংসে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান (৩৩৯৯) করার রেকর্ড গড়েছেন রোহিত শর্মাকে ছাড়িয়ে।

২২৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানেই থামে স্কটল্যান্ড। স্বাগতিকদের হয়ে ক্যালাম ম্যাকলিওড সর্বোচ্চ ৩৩ (২৪ বলে), ক্রিস গ্রিভস ২২ বলে ৩১ এবং জর্জ মুন্সে ২৮ বলে ২৮ রান করেন।

নিউজিল্যান্ডের পক্ষে ২৮ রান খরচায় ৪টি উইকেট নেন ইশ সোধি। ২টি উইকেট শিকার মিচেল স্যান্টনারের।