Home খেলা আইপিএলে মন দিতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন স্পিন কোচ

আইপিএলে মন দিতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়লেন স্পিন কোচ

SHARE

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘছয় বছরের সম্পর্কের ইতি টানছেন ভারতীয় স্পিন কোচ শ্রীধর শ্রীরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিংয়ের দায়িত্বে মন দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে শ্রীরাম বলেছেন, ‘প্রায় ৬ বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করার পর আমি এই সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৬ সালে তৎকালীন হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন শ্রীরাম। অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগারের ক্যারিয়ারে বড় ভূমিকা রয়েছে তার। নাথান লিয়নের সঙ্গেও অনেক কাজ করেছেন তিনি।

সবশেষ পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যেতে পারেননি ভারতের এ সাবেক অলরাউন্ডার। তবে চেন্নাইয়ে বসেই নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সফরে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অধীনে ড্যানিয়েল ভেট্টোরিকে বোলিং কোচ হিসেবে নিয়েছিল অস্ট্রেলিয়া।