ঢাকা মাতাতে এসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। শনিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টায় ঢাকা আসেন তিনি। এরই মধ্যে রাজধানীর হোটেল শেরাটনে শিল্পা শেঠির অনুষ্ঠান শুরু হয়েছে।
এর মধ্যে অনুষ্ঠানে নাচের পারফর্ম করেছেন অভিনেত্রী ভাবনা। এরপর নাচবেন পূজা চেরি।
বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিল্পা শেঠি। মিরর ম্যাগাজিন ম্যাক্স শপার্স প্রেজেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, শিল্পা শেঠি হোটেল শেরাটনে রাত ৯টার দিকে ২৫-৩০ জন সেরা লিডারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন। তার পাশাপাশি পারফর্ম করবেন অনুষ্ঠানে।
শিল্পার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রীরা এই আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন মিররের প্রধান শাহজাহান ভূঁইয়া রাজু।
এদের মধ্যে রয়েছেন তাহসান খান, মেহজাবীন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাস ও দীঘি প্রমুখ।
এর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন শিল্পা শেঠি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ নামের ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন তিনি। ৬ বছর পর বাংলাদেশে আসতে পেরে আনন্দিত শিল্পা।
ঢাকা আসার আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘প্রধান অতিথি হয়ে আসছি ঢাকায়। উদগ্রীব হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।’