শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার অনেকগুলো মাধ্যম রয়েছে। বই একমাত্র মাধ্যম না। শিক্ষকই একমাত্র উৎস না। পাঠ্যপুস্তকগুলো অনেক সময় বিরক্তিকর হয়। এগুলো যেন আকর্ষণীয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এর ভাষাটাও যেন প্রাঞ্জল হয় সেদিকে খেয়াল রাখা উচিত।’
শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি আরও বলেন, ‘আমরা অনেকেই গণিতকে ভয় পাই। আমাদের গণিত যেভাবে শেখানো তার জন্য ভয় কাজ করে। তবে গণিতকে ভয় পেলে চলবে না। সব সমস্যার সমাধান রয়েছে। জ্ঞানের গভীরতম পর্যায়ে পৌঁছাতে হলে আমাদের গণিত শিখত হবে।’
এসময় জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক এএ মামুন, অধ্যাপক অজিৎ কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, জাবি সায়েন্স ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।