মেসিকে পূনরায় বার্সায় ফিরিয়ে আনতে মনে হয় যেন উঠেপড়ে লেগেছে ক্লাবটির কর্মকর্তারা। সম্প্রতি বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার কথা-বার্তায় তেমনই ইঙ্গিত মিলছে। তিনি সরাসরিই বলে দিয়েছেন, মেসিকে আবার তারা বার্সায় চান।
এদিকে মেসির সাবেক সতীর্থ এবং বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ সরাসরিই বলে দিয়েছেন, বার্সায় ফিরে আসার দাবি রাখেন মেসি।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাব পিসজিতে গিয়ে যোগ দিয়েছেন মেসি। এরই মধ্যে এক মৌসুম সেখানে খেলে ফেলেছেন। সামনের মৌসুমেও পিএসজির জার্সিতে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আবার ইউরোপিয়ান দলবদলের বাজারও এখন সরগরম।
এরই মধ্যে মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে নেয়ার কথা বলছেন বার্সা কর্মকর্তারা। সে প্রেক্ষাপটে জাভি হার্নান্দেজের এই কথার অবশ্যই মূল্য আছে। জাভি বলেন, ‘আমি মনে করি বার্সায় মেসির সময় শেষ হয়ে যায়নি। আমার বিশ্বাস, বার্সেলোনায় দ্বিতীয় সুযোগটা তিনি দাবি করতেই পারেন এবং এটাই শেষ। তবে এবার নয়, আগামী বছর হয়তো আসতে পারেন তিনি।’
পিএসজির সঙ্গে এখনও এক মৌসুমের চুক্তি রয়েছে। জাভি এটার ওপর ভিত্তি করেই কথা বলছেন। তিনি জানিয়ে দিয়েছেন, চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আসতে পারবেন না মেসি। জাভি বলেন, ‘তিনি এখন একটি চুক্তিতে রয়েছেন। তবে আমি চাই তিনি ফিরে আসুন।’
গত মৌসুমটা বেশ খারাপ কেটেছে বার্সার। জাভি আশাবাদী, এবারের মৌসুমে সেই খারাপ সময়টা তারা কাটিয়ে উঠতে পারবেন। তিনি বলেন, ‘আমরা এ জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।’