Home বিনোদন ইউক্রেনের শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা

ইউক্রেনের শিশুদের সঙ্গে খেলায় মাতলেন প্রিয়াঙ্কা

SHARE

ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে দেখা করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইউনেসকোর শান্তিদূত হিসেবে পোল্যান্ডে গিয়ে তাদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। শুনেছেন তাদের সমস্যার কথা। কেঁদেছেন তাদের দুর্দশার কথা শুনে।

ইউক্রেনের যেই শিশুরা দেশ, ভিটে-মাটি হারিয়ে শরণার্থী শিবিরে অসহায় দিন যাপন করছে, সেই শিশুদের পাশে দাঁড়াতে আমেরিকা থেকে পোল্যান্ড গিয়েছেন প্রিয়াঙ্কা। তাদের সঙ্গে গল্প করেছেন, খেলায় মেতেছেন। হাতে তুলে দিয়েছেন পুতুল। শিশুরাও প্রিয়াঙ্কাকে পেয়ে খুব খুশি।

সামাজিক মাধ্যমে সেই মুহূর্তগুলোর কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যুদ্ধের এই ক্ষতগুলো আমরা হয়তো সংবাদমাধ্যমে দেখি না। আজ ওয়ারশতে ইউনিসেফ মিশনে গিয়ে খুব কাছ থেকে দেখে আসলাম।’

প্রিয়াঙ্কা যখন উদ্বাস্তু শিশুদের সঙ্গে কথা বলছিলেন, তখন তাদের নিস্পাপ মুখগুলো দেখে চোখে পানি চলে আসে তার। তাদের পরিস্থিতি শুনে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী।
খবর এনডিটিভি