Home জাতীয় দেশে ফিরেছেন ৫১ হাজার হাজি

দেশে ফিরেছেন ৫১ হাজার হাজি

SHARE

চলতি মৌসুমে হজ শেষে ৫০ হাজার ৯৮৪ জন সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

গত ১৪ জুলাই থেকে বুধবার রাত পর্যন্ত ১৪১টি ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক জানায়।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৬টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট চলবে ৮ আগস্ট পর্যন্ত।

এবারে হজে গিয়ে সৌদি আরবে ২৫ জন বাংলাদেশি মারা গেছেন; তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী।