দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের ব্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় স্কোরের ভিত পেয়েছে বাংলাদেশ। ২৫ ওভার শেষে টাইগারদের রান ১ উইকেট না হারিয়ে ১১৯।
অধিনায়ক তামিম ইকবাল পূর্ণ করেছেন ক্যারিয়ারের ৫৪তম হাফ সেঞ্চুরি। একই সঙ্গে ছুঁয়েছেন ওয়ানডেতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৮ হাজার রানের মাইলফলক। ব্যক্তিগত ৫৭ রানের সময়ে তামিম এ বিশেষ রেকর্ডের সঙ্গী হন।
মাইলফল ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৬২ রান করে সিকান্দার রাজাকে মারতে যেয়ে ধরা পড়েন ইনোসেন্ট কাইয়ার হাতে। তার ইনিংসে ছিল ৯টি চার।
অন্যপ্রান্তে, লিটন দাস টিকে রয়েছেন। হাফ সেঞ্চুরির পথে ছুটছেন তিনি।
আজ দুপুরে দুই টাইগার ওপেনার লিটন ও তামিম দেখেশুনে শুরু করেন। হারারে স্পোর্টস ক্লাব উইকেটের বাউন্সে অভ্যস্ত হতে কিছুটা সময় নেন তারা। উদ্বোধনী উইকেটে সেঞ্চুরি জুটি গড়েন দুই ব্যাটার।
জিম্বাবুয়ের দুই সিমার রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি লাইন ও লেংথ ধরে রেখে বল করেন ও লিটন ও তামিমকে বেশ কয়েকবার পরাস্ত করেন। তবে দুই অভিজ্ঞ ব্যাটার ধীরে ধীরে নিজেদের প্রাধান্য বিস্তার করেন।