Home জাতীয় বিপিসিকে লোকসান থেকে বাঁচাতে তেলের দাম বৃদ্ধি : প্রতিমন্ত্রী

বিপিসিকে লোকসান থেকে বাঁচাতে তেলের দাম বৃদ্ধি : প্রতিমন্ত্রী

SHARE

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ব‌্যাপক লোকসানের হাত থেকে বাঁচাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকালে গণমাধ‌্যমকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ‌্য হয়েই বাড়িয়েছে সরকার।

শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। মূল্যবৃদ্ধির হারের দিক থেকে যা রেকর্ড। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা আগে ছিলো ৮০ টাকা। প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে প্রতি লিটার অকটেনের দাম ছিলো ৮৯ টাকা ও পেট্রোল ছিল ৮৪ টাকা।