Home জাতীয় মানুষ আজও বিএনপির নির্যাতনের কথা ভোলেনি: তোফায়েল আহমেদ

মানুষ আজও বিএনপির নির্যাতনের কথা ভোলেনি: তোফায়েল আহমেদ

SHARE

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির ২০০১ সালের অত্যাচার নির্যাতনের কথা আজও মানুষ ভোলেনি। নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা।

আজ শুক্রবার ভোলার ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিদ্দিক পাটোয়ারির জানাজার আগে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, এই ছিদ্দিকরা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। সব দুঃসময় অতিক্রম করে আওয়ামী লীগকে সুসংগঠিত রাখেন। ছিদ্দিক পাটোয়ারি পরপর তিনবার ইউপি সদস্য নির্বাচিত হন।

জানাজায় অংশগ্রহণ ও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু (পিপি), জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার মো. সফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ দফতর সম্পাদক সামছুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ এলাকার কয়েক হাজার গণ্যমান্য ব্যক্তি।